তরুণদের স্মার্টফোনের পিছনে খরচের ৭০-৮০% হয়ে থাকে ইন্টারনেটের মাধ্যমে (থ্যাংকস টু ফেসবুক) । তাই আমাদের ইন্টারনেট MB হয়ে উঠেছে সোনার হরিণের মতোই। অনেকে Robi AXIATA Ltd. এর কল্যাণে “Free Browsing” করে থাকলেও এর থাকছে ফটো দেখতে না পারাসহ নানা সীমাবদ্ধতা। UC Browser তুলনামূলক কম MB খরচ করলেও এখানে আসে নানা বিব্রতকর অ্যাড (বড়রা দুর্ভাগ্যক্রমে এই অ্যাড দেখে ফেললে কপালে দুঃখ আছে বাছা !!) । কিন্তু আমাদের স্মার্টফোনের ডাটা সাশ্রয়ের জন্য রয়েছে অনেক সহজ “Tricks” ।
এর মধ্যে সবচেয়ে কার্যকরগুলো দেওয়া হলঃ
১।ফেসবুক এর জন্য Alternative Apps ব্যবহারঃ
আমরা সবাই জানি আমাদের ফেসবুক অ্যাপটি ডাটা খেতে ওস্তাদ। এমনকি Facebook Lite যেটি ৫০% কম ডাটা ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটিও মাসে শ’খানেকেরও বেশি ডাটা ব্যয় করে থাকে।
এক্ষেত্রে ফেসবুকের জন্য যেসব Alternative অ্যাপস্ রয়েছে তা তুলানামুলক কম ডাটা ব্যবহার করে থাকে। তাই ফেসবুক ব্যবহারে Tinfoil অ্যাপটি ব্যবহার অনেক কাজে দিতে পারে । অ্যাপটির সাইজ মাত্র ৪২৫KB এবং এটি ব্যবহারে বাড়তি গোপনীয়তা(Privacy) সংকান্ত্র সুবিধা পাওয়া যায় কারণ ব্রাউজিং হিস্ট্রি জমা হয় না। Chrome এ ফেসবুক এর একটি শর্টকাট তৈরি করে রাখলেও সুবিধা পাওয়া যায়।
কিছু Alternative Facebook App তুমি এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারো। কেবল লেখাটার উপর ক্লিক করলেই হবে।
২। ফেসবুক এ ডাটা ব্যবহার নিয়ন্ত্রণঃ
ফেসবুক এ built-in ভাবে ফোনের ডাটা সেভ করার একটি চমৎকার পদ্ধতি আছে।
Settings & Privacy > General > Data Usage এর পাশে Edit > Choose Low, Normal or More > Save.
Low Mode : ফেসবুক কোন ছবি দেখাবে না।
Normal Mode : ফেসবুক সাধারণ মানের ইমেজ দেখাবে।
More : ফেসবুক সব HD মানের ছবি দেখাবে।
৩।Chrome পেজ কম্প্রেসঃ
তুমি যদি ব্রাউজিং এর জন্য Chrome ব্যবহার করে থাকো তাহলে এই মেথডটি একাই তোমার খরচ এর ৩০-৩৫% কমিয়ে দিবে। Data Saver অপশন টা ওয়েবপেজ লোড হওয়ার আগেই কম্প্রেস করে পেজ এর জন্য প্রয়োজনীয় MB এর পরিমান কমিয়ে আনবে। তাই তোমার ডাটা অনেক বাঁচবে।
উপায়ঃ
Chrome স্টার্ট করার পর অপরে ডান পাশের তিনটি ডটের অপর ক্লিক করো। তারপর Data Saver অপশনটিটে ক্লিক করে এটি অন করো।
৪। Opera এর Off Road Mode ও Video কমপ্রেসরঃ
যদি তুমি অনলাইন ভিডিও স্ত্রিমিং অনেক বেশি করে থাকো তাহলে এই অপশনটি তোমার অনেক MB বাঁচাতে সাহায্য করবে। এটি ব্যবহার করার জন্য Opera Browser টি ডাউনলোড/ওপেন করো । Settings>Data Settings এ যাও আর Video Compression এর বক্সটিতে টিক মার্ক দাও।
৫। Background Data Usage বন্ধ করোঃ
Background ডাটা হল তুমি স্মার্টফোন না চালানো সত্তেও ইন্টারনেট ভিত্তিক যেসব কাজ চলতে থাকে। যেমনঃ ইমেইল আপডেট , অ্যাপ আপডেট , নটিফিকেশনস্ , আবহাওয়া আপডেট ইত্যাদি। এসব বন্ধ করলে তোমার নেট অনেকাংশে বাঁচবে।
৬। উচ্চ ইন্টারনেট ব্যবহারকারী অ্যাপ শনাক্তকরণঃ
Settings>Data usage এ গিয়ে উচ্চ ইন্টারনেট ব্যবহারকারী অ্যাপ গুলো শনাক্ত করো। এর মধ্যে অপ্রয়োজনীয় গুলো বাদ দাও ।কারণ অনেক সময় দেখা যায় অ্যাপটি ব্যবহার না করা সত্তেও Background ডাটা ব্যবহারের জন্য ইন্টারনেট চলতে থাকে। তাই নিজের অজান্তেই তোমার মোবাইলের বিল বেশি আশ্তে পারে! দরকারিগুলোর ডাটা ব্যবহার লিমিট ও সেট করতে পারো।
ওপরে আলোচিত মেথডগুলো ব্যবহার করলে ডাটাির পিছে খরচ সিংহভাগ কমে যাবে । অন্যকথায় মোবাইল বিল নিয়ে আব্বুর কাছে ঝাড়ির পরিমাণ টা অনেকাংশে কমে যাবে 😛 । অপরের কোন ধাপ নিয়ে কোন প্রশ্ন থাকলে বা পোস্টটি নিয়ে কোন মতামত থাকলে অবশ্যই কমেন্ট করো। থাঙ্ক ইউ।
Leave a Reply