আমরা আমাদের স্মার্টফোনের ব্যবহারকালের ৯০ শতাংশই হয়ত ফেসবুক, ইন্সটাগ্রাম , ইউটুব এ ব্যয় করে থাকি। কিন্তুু এই অ্যাপগুলো কতটা প্রোডাক্টিভ টা নিয়ে আমরা সবাই সন্দিহান। আমাদের এই ব্লগ-এ আমরা এমন ১০টি অ্যাপ এর কথা বলব যা তোমার স্মার্টফোন চালানোর অভিজ্ঞতাকে যেমন আকর্ষণীয় করে তুলবে তেমনি স্মার্টফোন এর স্মার্ট ব্যবহারও নিশ্চিত করবে। চলো নতুন কিছু অ্যাপ এর সাথে পরিচিত হয়া যাক।
১। LastPass Password Manager
সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রসারতায় আজ আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম , জিমেইলসহ নানা সাইট এ অ্যাকাউন্ট রয়েছে। এসব সাইটের পাসওয়ার্ড মনে রাখা কিংবা সঠিকভাবে সংরক্ষণ করা অনেকের কাছেই হয়ে পড়ছে দুরহ। এই সমস্যা থেকে মুক্তি দিতে রয়েছে LastPass অ্যাপটি। সকল সাইটের পাসওয়ার্ড এটি নিরাপত্তার সাথে সংরক্ষণ করবে এবং প্রয়োজনে অ্যাপটি থেকেও বিভিন্ন ওয়েবসাইট এ গমন করা যাবে।
২।TeamViewer
কম্পিউটার , মোবাইল ইত্যাদি সংক্রান্ত নানা সমস্যা আমরা কম-বেশি সবাই ভোগ করি। এসময় “Expert” পাওয়ার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষাও করতে হতে পারে। আবার বাসায় ফেলে আশা ল্যাপটপ অথবা ডেক্সটপটিতে এমন দরকারি কোন কিছু থাকতে পারে যা এখন তোমার প্রয়োজন। TeamViewer অ্যাপটির মাধ্যমে ইন্টারনেট এর সাহায্যেই করে ফেলা যেতে পারে এইসকল সমস্যার সমাধান। একাধিক ডিভাইস এর মধ্যে সংযোগ ঘটিয়ে একটি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে অন্যটি!
৩। Lumosity – Brain Training
গেম খেলতে কেই বা অপছন্দ করে? আর গেম খেলার সাথে সাথে যদি ব্রেইন এর এক্সারসাইজটা হয়ে যায় তাহলে তো টা এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল! Lumosity অ্যাপটির মধ্যে থাকছে একাধিক ধরনের খেলা যা তোমাদের মনোযোগ , দ্রুততা , উপস্থিত বুদ্ধিসহ নানা দিকে উন্নতি করতে সাহায্য করবে। শুরুতেই অ্যাপটি একটি ছোট্ট পরীক্ষা নিয়ে কোন কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া দরকার তা বের করে তোমার জন্য একটি অনুশীলন প্লান তৈরি করবে।
৪। Google Drive
আমাদের স্মার্টফোন / কম্পিউটার নিত্যসঙ্গী হওয়ার পর থেকে বলা যায় আমাদের সব ছবি , ডকুমেন্টস , নোট্স অর্থাৎ আমাদের পুরো দুনিয়াটাই যেন আমাদের এই ডিভাইসগুলো। কোন দুর্ঘটনায় যেন আমাদের ডিভাইস এর কোন ক্ষতি হলেও আমাদের গুরুত্বপূর্ণ এসব ছবি, নোট্স জেন নিরাপদ থাকে তা নিশ্চিত করতেই রয়েছে গুগল এর ক্লাউড ভিত্তিক অ্যাপ Google Drive
৫। Dropbox
Dropbox অনলাইন ডাটা সংরক্ষণের একটি অ্যাপ। তুমি চাইলে অটোমেটিক মোড অন করে রাখতে পারো । তাহলে কোন ছবি তুললে অথবা নোট লিখলে নিজে থেকেই তোমার ডিভাইস তা Dropbox এ আপলোড করে দিবে। বড় সাইজের ফাইল শেয়ারের জন্যও অ্যাপটি বেশ ভাল।
৬। CamScanner -Phone PDF Creator
হাতে লেখা কিংবা প্রিন্ট করা সহজে মোবাইল এ নিয়ে আসতে CamScanner অ্যাপটির জুড়ি নেই। যেকোনো ধরনের লেখাকে সহজেই PDF ফাইল এ এই অ্যাপটি পরিবর্তন করে ফেলে এবং ফাইলকে প্রয়োজন মত এডিট করার ভাল কিছু টুলস্ও আছে।
।
৭। Aviary
ভাল ইমেজ সেন্সরযুক্ত ক্যামেরা অথবা যথেষ্ট আলো না থাকায় অনেক সময় মনমত ছবি তুলা যায় না। এরকম ছবিকে এডিট করার সবচেয়ে ভাল অ্যাপগুলোর মধ্যে অন্যতম একটি হল Aviary । আপটির সবচেয়ে ভাল গুণটি হল এর এফেক্টস্ । এর তিনটি সেকশন এর মধ্য রয়েছে হরেক রকমের এফেক্টস্ । কোনো এফেক্ট ব্যবহার না করেই তোলা ছবি HD, Landscape, Panaroma সহ বিভিন্ন এডিট করে ছবির মান অনেকাংশে বৃদ্ধি করা যেতে পারে। Drawing tools ও বেশ ভাল অ্যাপটির।
৮। Feedly-Daily Newsfeed
অনেকসময় প্রয়োজনীয় যেসব তথ্য চাই তা খুজে পেতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। পছন্দের বিষয়ের ওপর Latest updates পেতে আমাদের কতই না দুর্ভোগ পোহাতে হয়। এ ঝামেলা থেকে মুক্তি দিতে রয়েছে Feedly অ্যাপটি। কোন কোন টপিক এর ওপর আমরা খবর পেতে চাই থেকে শুরু করে কই কই ধরনের খবর আমরা দেখব সবই নির্ধারণ করা যাবে এই অ্যাপটিতে।
ডাউনলোড লিঙ্কঃ Android, iOS
৯। Goal.com
ফুটবল ফ্যানদের জন্য এটি একটি জনপ্রিয় অ্যাপ। ফুটবল জগতের প্রায় সমস্ত খবরই পাওয়া যায় এই অ্যাপটিতে। সবচেয়ে দ্রুত ফুটবল দুনিয়ার নতুন সব নিউজ দিতে অ্যাপটির জুড়ি নেই। ট্রান্সফার মার্কেট , স্কোরলাইন, ইন্টারন্যাশনাল নিউজসহ সব খবরাখবর থাকছে এখানে।
১০। SwiftKey Keyboard
এই অ্যাপটির সাথে তোমরা অনেকেই হয়ত পরিচিত। কীবোর্ড হিসেবে এই অ্যাপটির ব্যবহার স্মার্টফোন ইউজারদের মধ্যে সর্বাধিক। অনেকের মোবাইল এ উপযুক্ত কীবোর্ড থাকে না, তাদের কাছে এই অ্যাপটি না থাকলে অনলাইন চ্যাট এ বন্ধুদের সাথে পাল্লা দেওয়া মুশকিল। অ্যাপটিতে রয়েছে অসংখ্য Themes & Layouts এগুলো টাইপিং কীবোর্ড কে করে তুলে আরও অনেক বেশি আকর্ষণীয়। ভিন্ন ভাষা ব্যবহারের সুবিধাও দিয়ে থাকে অ্যাপটি ।
Leave a Reply