প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা , আশা করি নতুন বছর সবার জন্য মঙ্গলময় হবে।
আজ লিনাক্স_ইস্কুল এর ৫ম পর্ব। বরাবরের মতো এবারও আমি সবাইকে আগের পর্ব গুলো(পর্ব -১, পর্ব – ২, পর্ব – ৩, পর্ব – ৪) না পড়ে থাকলে ,পড়ে আসার জন্য অনুরধ করবো।
আজ আমারা কথা বলবো লিনাক্স Desktop Environment নিয়ে। আশা করি কিছু হলেও জানতে পারবেন।তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
Desktop Environment কী ?
আসলে Desktop Environment (সংক্ষেপে : DE) হচ্ছে যেকোনো অপারেটিং সিস্টেম এর Graphical User Interface(GUI) বা GUI Shell.সহজ করে বললে, অপারেটিং সিস্টেম এর নিজস্ব চেহারা হচ্ছে Desktop Environment. প্রত্যেকটি Desktop Environment রয়েছে এর নিজস্ব কিছু প্রোগ্রাম এর সমষ্টি। মোটকথা আপনার OS কে ব্যাবহার উপযোগী করাই হচ্ছে Desktop Environment এর কাজ। Desktop Environment এর ওপর ব্যাবহারকারীর Using Experience এর অনেকটাই নির্ভর করে।
*Desktop Environment কে কিন্তু Theme এর সাথে তুলনা করা চলে না।
Desktop Environment কী শুধু লিনাক্স এই আছে ?
না, সব OS এই Desktop Environment আছে। তবে লিনাক্স এ Desktop Environment পরিবর্তন করা যায়, কিন্তু অন্যান্য OS এ তা যায় না। তাই লিনাক্স এ চাইলেই আপনি প্রায় ৫০ টি(জনপ্রিয়) Desktop Environment এর মধ্যে থেকে যেকোনো Desktop Environment নির্বাচন করতে পারবেন।
কিছু উল্লেখযোগ্য লিনাক্স Desktop Environment –
1.KDE
2.Gnome
3.Unity
4.Cinnamon
5.Pantheon
6.XFCE
7.LXDE
8.LXQT
9.Budgie
10.Mate …….আরও অনেক।
আমারা আজ শুধু মাত্র KDE,Gnome ও Unity নিয়ে কথা বলবো
KDE
KDE হচ্ছে আমার দেখা সবথেকে Modern ও Advanced Desktop Environment. KDE তে বেশকিছু Built-In Feature আছে যা User কে দেবে তার OS এর ওপর সর্বময় ক্ষমতা । KDE আমার বাক্তিগত পছন্দ।
এর পূর্ণরূপ : K Desktop Environment.
Based On: QT Framework.
Latest Stable Version : 5.8
![]() ![]() |
|
Founded | October 14, 1996 |
---|---|
Founder | Matthias Ettrich |
Type | Community |
Focus | Free software |
Products | KDE Plasma, KDE Frameworks, KDE Applications, Calligra Suite, KDevelop, digiKam, Amarok, etc. |
Method | Artwork, development, documentation, promotion, and translation. |
Slogan | Experience Freedom! |
Website | kde.org |
কিছু screenshot –




ইতিবাচক দিকসমূহ –
১। মনমুগ্ধকর ও Modern UI.
২। ইচ্ছেমত Customization এর সুবিধা।
৩। শক্তিশালী ও User Friendly প্রোগ্রাম এর সমাহার।
৪। খুবই সক্রিয় ও অভিজ্ঞ Development Team দ্বারা পরিচালিত।
নেতিবাচক দিকসমূহ –
১। দুর্বল Hardware এর জন্য বেশি উপযোগী নয়।
২। মাঝে-মধ্যে Crash করতে পারে।
KDE Based কিছু Distro – KDE Neon, Kubuntu, KaOsx, Manjaro KDE, Antergos KDE,Chakra.
Gnome
সহজ – সরলতা ও উৎপাদনশীলতা এর ওপর গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে Gnome Desktop Environment . আর সে কারনেই , Gnome Desktop Environment অনেক লিনাক্স ব্যাবহারকারীর প্রথম পসন্দ । নিম্নে Gnome DE সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হল –
![]() |
|
Developer(s) | The GNOME Project |
---|---|
Initial release | March 3, 1999[1] |
Stable release | 3.22.2 (9 November 2016[2]) [±] |
Preview release | 3.23.2 (23 November 2016[3]) [±] |
Repository | git.gnome.org/browse/ |
Development status | Active |
Written in | C, C++, Vala, Python, JavaScript[4] |
Operating system | Unix-like using Wayland or X11 |
Available in | 40 languages[5] |
Type | Desktop environment |
License | GPL, LGPL[6] |
Website | www.gnome.org |
কিছু Screenshot –




ইতিবাচক দিকসমূহ –
১। Simple,Clean & Easy UI.
২। GTK Based.
৩। শক্তিশালী ও User Friendly প্রোগ্রাম এর সমাহার।
৪।Extension ব্যাবহার এর সুবিধা আছে।
৫। অত্যন্ত Stable.
নেতিবাচক দিকসমূহ –
১। KDE এর মতো অতটা Customizable না ।
২। KDE হতে অপেক্ষাকৃত ধীরগতির।
Gnome Based কিছু Distro – Ubuntu Gnome, Antergos Gnome, Aparcity OS, Debian, Kali.
Unity
Unity হচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় Linux Distribution Ubuntu এর Default Desktop Environment . নিম্নে Unity DE সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হল –
![]() ![]() |
|
Unity 7.4, with the launcher displayed, running on Ubuntu 16.04.
|
|
Developer(s) | Canonical Ltd., The Ayatana Project[1] contributors |
---|---|
Initial release | 9 June 2010[2] |
Stable release | |
Repository | code.launchpad.net/unity |
Development status | Current |
Written in | Unity 2D: C++, JavaScript, QML 2.0–7.4: C, C++, Python, Vala[4] 8: C++ and QML[5] |
Operating system | Ubuntu Desktop Ubuntu TV Ubuntu Touch |
Type | |
License | GNU GPL v3, GNU LGPL v3 |
Website | unity.ubuntu.com launchpad.net/unity |
*ইহা কিন্তু Unity Game Engine নয়।
কিছু Screenshot –





ইতিবাচক দিকসমূহ –
১। Modern user Interface.
২। বৃহৎ User Community .
৩। অত্যন্ত Stable.
৪। Gnome Based.
নেতিবাচক দিকসমূহ –
১। KDE ও Gnome এর মতো অতটা Customizable না ।
২। KDE ও Gnome হতে অপেক্ষাকৃত ধীরগতির।
Unity Based কিছু Distro – Ubuntu.
আপনার তাহলে কোন Desktop Environment টি পছন্দ হল ?
তথ্য সংগ্রহে ঃ Wikipedia , Google .
আজ তাহলে এখানেই ইতি টানলাম, নতুন বছরে আবার কথা হবে ।