২০১৬ সাল ছিল স্মার্টফোনের জন্য এক মাইলফলক। এ বছর বিশ্বব্যাপী স্মার্টফোন খাতের রেভিন্যু ছিল ৪২১ বিলিয়ন ইউএস ডলার। বিজনেস ইনসাইডারের ভাষ্যমতে, ২০১৭ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যার এক তৃতীয়াংশের হাতে পৌছে যাবে স্মার্টফোন। তবে সবচেয়ে বড় খবর, স্মার্টফোন মার্কেটে ফিরে আসছে নোকিয়া!
বিশাল প্রতিযোগীতার এই বাজার কাপাতে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো যেসব স্মার্টফোন নতুন বছরে নিয়ে আসছে চলুন জেনে নেয়া যাক সেসবের হালচাল
১.স্যামসাং গ্যালাক্সি এস৮ &এস৮ এজ: নোট ৭ ব্যর্থতার পর স্যামসাং বাজারে অবস্হান ফিরে পেতে মরিয়া। যদিও স্মার্টফোন বাজারের ২২.৭ শতাংশ অংশীদারিত্ব নিয়ে এখনও শীর্ষে আছে স্যামসাং। স্যামসাং এর রীতি অনুযায়ী মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এস৮ প্রকাশের সম্ভাবনা রয়েছে।
Galaxy S8 & S8 Edge এর স্পেসিফিকেশন
Snapdragon 835 processor
> 6GB of RAM
> 4K screen display
> 5G Network supported
> Usb type c port for audio.
২.আইফোন ৮&৮ এস: ২০১৭ সালে অ্যাপল আইফোনের দশম বর্ষপূর্তি উদযাপন করবে।এ উপলক্ষে আইফোনের ডিজাইনে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে।
স্পেসিফিকেশন
> Packed with iOS 11
> Upgraded Apple A11 chipset processor
> Waterproof Technology
> Reversible USB charger
> No headphone jack
price: USD $937
৩.এইচটিসি ১১: মার্চ -এপ্রিল নাগাদ প্রকাশ হতে পারে এইচটিসি ১১
স্পেসিফিকেশন
> 8GB of RAM
> 12MP-dual ultrapixel camera
> 5-inch QHD Display
> 256GB of inbuilt memory
> Snapdragon 835 process
৪.ওয়ানপ্লাস ৪:প্রকাশকাল জুলাই ২০১৭
স্পেসিফিকেশন
> 6 and 8 GB RAM Variant
> 5.5-inch AMOLED QHD display
> Snapdragon 830 processor
> 21-megapixel back and 12-megapixel front cam
> Oxygen OS with android N
৫.নোকিয়া পি: দ্য ফাদার ইজ কামিং ব্যাক দিস মার্চ উইথ ফ্ল্যাগশিপ স্মার্টফোন!
স্পেসিফিকেশন
> 3GB of RAM
> 32GB internal storage
> 4G support
> 13- and 16MP-megapixel camera
> 5.0 and 5.5-inch display
> Snapdragon 430 processor
> Android N
৬.শিয়াওমি মি৬: প্রথাগত ব্যান্ড্রিং ও পর্যাপ্ত রিটেইল শপ ছাড়াই সাশ্রয়ী দাম ও উচ্চমানের পারফরম্যান্সের জন্য শিয়াওমি এক অনবদ্য ব্র্যান্ড। চীনের বাজারে শিয়াওমির অংশীদারীত্ব স্যামসাং ও অ্যাপলের সমষ্টিগত অংশীদারীত্বের চেয়েও বেশি! এবছর শিয়াওমি নিয়ে আসছে মি৬।
স্পেসিফিকেশন
> Ultra HD 2160 x 3840 pixels Super AMOLED display
> Qualcomm Snapdragon 830
> 8GB of powerful RAM
> 5G Network
> 4200mah battery
> 21-Megapixels back and 13-Megapixels front camera
**এছাড়া এপ্রিলে আসছেএলজি জি৬ এবং সনি এক্সপেরিয়া জেড ৬। **
Leave a Reply