সবাইকে লিনাক্স ইস্কুল পর্ব – ৬ এ স্বাগতম জানাচ্ছি । এটিই ২০১৭ সালের লিনাক্স ইস্কুল এর প্রথম পর্ব ।
বরাবরের মতো এবারও আমি সবাইকে পূর্বের পর্ব গুলো(পর্ব -১, পর্ব – ২, পর্ব – ৩, পর্ব – ৪, পর্ব – ৫) না পড়ে থাকলে ,পড়ে আসার জন্য অনুরধ করবো।
আমারা পূর্বের পর্বগুলোতে মূলত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি , আজ আমরা ব্যাবহারিক ভাবে কিছু করবো। আর ব্যবহারিক না জানলে তত্ত্বের কোন মূল্য নেই। আজ আমারা আমাদের কম্পিউটার এ কোন লিনাক্স Distro(Ubuntu) কিভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে জানবো।
যেসব উপায়ে লিনাক্স Distro ব্যাবহার করা যেতে পারে –
১। Installation Method –
*Clean Install: এই পদ্ধতিতে পূর্বের OS(Windows) সম্পূর্ণ মুছে ফেলে প্রাথমিক os হিসেবে লিনাক্স Distro Install করা হয়।
*Dual Booting: এই পদ্ধতিতে পূর্বের OS(Windows) এর সাথে লিনাক্স Distro Install করা হয়। দুটো OSই উপস্থিত থাকে কম্পিউটার এ।
২। Virtualization Method: এই পদ্ধতিতে একটি Virtualized Environment এ লিনাক্স Distro Installকরা হয়। একই সাথে দুটি OS(Windows and Linux)ই ব্যবহার করা যায়, তবে এতে কম্পিউটার এর Resource Usage অনেক অংশেই বেরে যায়। Virtualization এর জন্য vmware, virtualbox ইত্যাদি tools ব্যাবহার করা যেতে পারে।
আজ আমারা Dual Booting Method এ লিনাক্স Distro Install করবো।
ধাপসমূহ –
পূর্বপ্রস্তুতিসমূহ –
*BIOS হতে Secure Boot অবশ্যই Disable করতে হবে।
*Windows “Fast-Startup” অবশ্যই Disable করতে হবে।
*Internet সংযোগ নিশ্চিত করণ।
১। Distro Download : এই ঠিকানা হতে লিনাক্স Distro(Ubuntu) Download করি।
২। Installation Media তৈরি : ২ ভাবে করা যেতে পারে –
#Cd/DVD হতে –
১ম ধাপ –
২য় ধাপ –
#USB Device হতে – এই Link টি অনুসরণ করি ।
৩। Partition তৈরি – নিচের ধাপসমূহ অনুসরণ করি –
১ম –
২য় –
৩য় – এই ধাপ আপনার ওপর নির্ভর করবে। তবুও আমি কমপক্ষে ৩০ GB Shrink করার জন্য বলবো।
৪। তৈরিকৃত Bootable DVD/USB টি কম্পিউটার এ প্রবেশ করাই ও কম্পিউটার Restart করি।
৫। Bootmenu হতে তৈরিকৃত Bootable DVD/USB টি select করি । এরূপ screen দেখাবে –
৬। লিনাক্স Distro Installation –
১ম – Install Ubuntu তে Click করি ।
২য় – Ckeck Box গুলোতে ক্লিক করি ও Continue তে ক্লিক করি । *Internet সংযোগ প্রয়োজন ।
#Automatic Configuration – এই পদ্ধতি তে Manual Partitioning এর প্রয়োজন নেই , নতুনদের জন্য আমি এই ধাপ অনুসরণ করতে বলবো।
*এই সুযোগটি সব Distro তে না থাকার সম্ভাবনা আছে ।
#Manual Configuration(Automatic Configuration প্রযোজ্য না হলে) – এই option টি সব Distro তে থাকবে।
১ম ধাপ – “Something Else” এ ক্লিক করি ও “Continue” এ ক্লিক করি ।
২য় ধাপ – “Free space” এ ক্লিক করি ।
৩য় ধাপ – Right Click করি এবং “add..” এ ক্লিক করি।
৪র্থ ধাপ – System Size বরাদ্ধ :“Size” box হতে একটি নির্দিষ্ট পরিমাণ Space(At least 15 GB) বরাদ্ধ করি। “MountPoint” হতে ” / ” Select করি। “OK” তে ক্লিক করি।
৫ম ধাপ – Home Size বরাদ্ধ :আবারও “Free space” এ ক্লিক করি , Right Click করি এবং “add..” এ ক্লিক করি। “Size” box হতে একটি নির্দিষ্ট পরিমাণ Space(At least 15 GB) বরাদ্ধ করি। “Mount Point” হতে ” /home ” Select করি। “OK” তে ক্লিক করি।
৬ষ্ঠ ধাপ –
Swap Area নির্ধারণ ঃ আবারও “Free space” এ ক্লিক করি , Right Click করি এবং “add..” এ ক্লিক করি। “Size” box হতে একটি নির্দিষ্ট পরিমাণ Space(আপনার RAM এর সমপরিমাণ বা বেশি) বরাদ্ধ করি। “Mount Point” হতে ” Swap Area ” Select করি। “OK” তে ক্লিক করি।
* উল্লেখ্য এই ধাপ “Ubuntu 16.10+” জন্য প্রযোজ্য নয়। Ubuntu 16.10+ হলে এই ধাপ পরিত্রান করুন।
৭ম ধাপ – “Install Now” তে ক্লিক করুন।
৭। Installation প্রক্রিয়া Personalization –
Time Zone: Map হতে time zone select করি, Continue এ ক্লিক করি।
Keyboard Layout: “English(US)” Keyboard Layout select করি, Continue এ ক্লিক করি।
Account Personalization: Account Name, Password দিয়ে Box গুলো পূর্ণ করি। Continue এ ক্লিক করি।
৮। ধৈর্যধারণ – এখন আশা করি আপনার আর কিছু করার দরকার পরবে না, শুধুমাত্র ধৈর্যধারণ করুন। এই ধাপে Internet হতে কিছু Necessary Package download হবে। Installation প্রক্রিয়া শেষ হলে Restart করুন ।
সবার প্রতি শুভ-কামনা রেখে আজকের পর্ব শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।আর Installation প্রক্রিয়া সংক্রান্ত কোন বিষয় জানতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে সামান্যতম দ্বিধা বোধ করবেন না।
Leave a Reply