লিনাক্স নিয়ে কাজ করার স্বাধীনতা আমাদের অনেকেরই থাকে না কারণ আমরা ব্যাপকভাবে উইন্ডোজ এর ওপর নির্ভরশীল । যদি আমাদের লিনাক্স নিয়ে যথেষ্ট ধারনা থাকতো তাহলে আমরা বুঝতাম যে, উইন্ডোজ নয়, বরং লিনাক্সেই রয়েছে কম্পিউটার ব্যবহার করার আসল মজা। তাই চল জেনে আসা যাক লিনাক্স এর খুঁটিনাটি !!
লিনাক্স ইস্কুল
