ইলেক্ট্রনিক্স কথাটা শুনলেই আমাদের সামনে যে জিনিসটা ভেসে উঠে তা হলো একগাদা মোবাইল ফোন, হিজিবিজি সার্কিট, আইসি, অন্যান্য ইলেক্ট্রিকাল টুকরা-টাকরা এগুলি। কিন্তু এগুলিই কী ইলেক্ট্রনিক্স? উত্তরটা হচ্ছে একই সাথে হ্যা এবং না। কেন হ্যা এবং না একই সাথে হলো, তা জানতে এই সিরিজের সঙ্গে থাকুন।
Leave a Reply